কিশোরগঞ্জ,সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্বে) নেতা আহসানুজ্জামান নাসির এর নামে মিথ্যা মামলা হয়।গতকাল ২৪/৩/২৫ইং তারিখে আওয়ামী ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন যুগ্ম দায়রা জন আদালত।২০১৫ সালে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অস্ত্র আইনে বিশেষ ট্রাইবুনালে মামলা আদায় করা হয়।তৎকালীন সময়ে ৪৫ দিন পর কারাগার থেকে জামিনে মুক্ত হন।রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমানে ব্যর্থ হয় এবং যুগ্ন দয়রা জজ আদালত গতকাল তাকে উক্ত মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন।
তিনি আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি বিগত ১৫বছরে তিনটি মামলায় হয়রানি শিকার হন।মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর এডভোকেট আহসানুজ্জামান নাসির বলেন মাননীয় আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে বেখুসুর খালাস প্রদান করায় আদালতের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি।আমার বিরুদ্ধে এমন কোন চক্রান্ত নাই যে হয় নাই।কোন চক্রান্ত ও কোন ষড়যন্ত্রই আমাকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন থেকে দূরে রাখতে পারে নাই।মামলা খেয়েছি জেল কেটেছি এবং দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আন্দোলন কে সফল করেছি এবং হাসিনা কে বিদায় করেছি।ভবিষ্যতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।