ঈদের দিনে শ্রমিকেরা কাঁদে
বিপুল চন্দ্র রায়রা
বছর শেষে আসে ঈদ
খোকা আসবে কবে বাড়ি
সেই অপেক্ষায়…
মা-বাবার দু’চোখে নাই নিদ।
এই দেশে ঈদে সবাই হাসে,
সবাই খুশির জোয়ারে ভাসে।
সেই দেশে পবিত্র ঈদের দিনে
শ্রমিকেরা কাঁদে।
আমরা শ্রমিক ভাই,
বেতন পায়নি ঠিক মত,
বোনাস পায়নি,
পাইনি ন্যায্য অধিকার।
সাম্যের গান গাই মুখে,
শ্রমিকের পাওনা দেও বুঝে।
শ্রমিকের ফিরিয়ে দাও ন্যায্য অধিকার,
শ্রমিকেরা দেশবাসীর কাছে দিলাম বিচার