আবু হানিফ,পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচি থেকে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বরে বিক্ষোভ সমাবেশ পালন করেন তাঁরা। এ কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এর আগে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল নিয়ে পাকুন্দিয়া পৌর সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দীন মানিক, বারাবর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাই, মঙ্গলবাড়ীয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম রব্বানী, চরকাওনা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম, বাহাদিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আনম আব্দুল্লাহ মোমতাজ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমুল হক, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম সুরুজ, চরকাওনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।