আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের দিনমজুর হারুন, স্বরূফা দাম্পত্বির স্বপ্ন বিদ্যুতের আগুনে পুরে চোখের সামনে ছাই হয়ে গেছে। সরেজমিনে গিয়ে জানতে পারা যায়, ১১ এপ্রিল শুক্রবার বিকেল আনুমানিক সারে চারটায় বসত ঘরের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এআগুনের সুত্র পাত হয়ে মূহুর্তের মাঝে সমস্ত ঘরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনাহয়, সে নাগাদ ঘরে থাকা সকল মালামাল নিমিষেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এদিকে খবর পেয়ে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মালেক খোকা মেম্বারকে সাথে নিয়ে অগ্নিকান্ডে পোড়া বাড়িটি দেখতে যান। এবং পরিষদের পক্ষ থেকে সরকারিভাবে সকল প্রকার আর্থিক অনুদান প্রদানের আশ্বাসও দেন। এছাড়াও ইউপি সদস্য খোকা মেম্বার বলেন, দীর্ঘদিন যাবত শরুফা নারায়ণগঞ্জের একটি বাসায় ঝিয়ের কাজ করত, তাঁর অতি কষ্টে উপার্জিত সম্পদ নিমিষেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল । বুকফাটা কান্নায় জরিত কন্ঠে সরুফা বলেন, সমিতি থেকে নগদ দুই লক্ষ টাকা তুলে ঘরে রেখেছিলাম, চোখের সামনে সবি পুরে ছাই হয়ে গেল ,আমার শেষ সম্বল বলতে কিছুই রইলনা। এদিক ক্ষতি গ্রস্ত পরিবারের খোঁজ নিতে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করেন । এদিকে সবকিছু হারানো সরুফার আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে ।