বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে বৈধ ইজারাদার ব্যতিত প্রভাবশালী মহলের বাজার নিয়ন্ত্রণ, চাঁদা তুলা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিলকিছ আক্তার নামে এক ইজারাদার।
১৪ এপ্রিল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ পিরিজপুর গ্রামে ইজারাদারের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় বিলকিছ আক্তার অভিযোগ তুলেন, কবির হোসেন নামে এক ব্যক্তি বাজারের ইজারা প্রাপ্তি নিয়ে মিথ্যাচার করে আদালতে রিট পিটিশন দায়ের করেছে।
বিলকিছ আক্তারের দাবি, ইজারা প্রাপ্তির সরকারি বিধি মোতাবেক নিয়মতান্ত্রিকভাবে সর্বোচ্চ দরে তিনি ইজারা লাভ করেছেন। চলতি পহেলা বৈশাখ থেকে বাজারের নিয়ন্ত্রণ ও ইজারা সম্পর্কিত বিষয়ে দায়িত্ব বুঝে পাওয়ার কথা তার। কবির হোসেন মিথ্যা তথ্য দিয়ে রিট করায় তিনি বাজারের নিয়ন্ত্রণ বুঝে পাননি।
তিনি আরো অভিযোগ করেন, কবির হোসেন টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেনি। তাই তিনি কোনো পক্ষ হতে পারে না। সম্পূর্ণ উন্মুক্ত টেন্ডার হয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিকভাবেই তিনি ইজারা লাভ করেন।
তার অভিযোগ, আদালতে রিট পিটিশনের প্রেক্ষিতে নিষ্পত্তি হওয়ার আগে তিনি ইজারা কার্যক্রমে অংশ গ্রহণ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধার কথাও বলেন তিনি।
কবির হোসেনসহ স্থানীয় প্রভাবশালী একটি মহল ইজারাদার না হয়েও চাঁদা উত্তোলন ও বাজার নিয়ন্ত্রণ করে আসছে বলেও তার অভিযোগ। তিনি বলেন, একজন নারী উদ্যোক্তা ইজারা পাওয়ায় পুরুষতান্ত্রিক সমাজে প্রভাবশালী মহলটি বিভিন্ন মিথ্যাচার, প্রাণ নাশের হুমকি ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।