ষ্টাফ রিপোর্টারঃ সংসারের অভাব গোছাতে বরগুন বেতাগী থানার সুমী খাতুন অবুঝ কন্যা শিশু বৈশাখীকে রেখে মহিলা মাদ্রাসায় ভাল বেতনে কাজ করার জন্য রাজধানীর দুরন্ত এয়ার ইন্টারন্যাশনাল প্রায় আড়াই বছর পূর্বে সৌদিআরব পাঠায়। সুমী প্রথম বছর কয়েকবার টেলিফোন করলেও ভিডিও কলে তাক কখনে দেখা যায়নি। এ বিষয়ে কয়েক দফা রিক্রুটিং এজেন্সির দায়িত্ববানদের কোন সু রাহ বা যোগাযোগব্যবস্থার কোন সহ যোগিতা না পেয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ইং ডিএমপির পল্টন থানায় সু বিচার পাওয়ার আইনি সহযোগিতা চেয়ে লিখতি অভিযোগ দাখিল করেন প্রবাসী সুমীর মেঝ বোন রুবি আক্তার। পাসপোর্ট নম্বর A04707368 বর্তমানে সৌদি আরবে আছে বলে পরস্পর খবর লোকমোখ প্রচার পায়। বেতাগী বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান শুক্কর মিয়া জানান, সুমী খাতুন অসহায় পরিবারে স্বামী পরিত্যাক্তা, স্বভাব চরিত্র ভাল। আইনশৃংখা মেনে সমাজে বাস করে, দীর্ঘ দিন খোজ না থাকায় পরিবারে শোকে অস্থীর। যে কোন ভাবে সরকারি সহায়তায় তাকে দেশে ফেরত আনার জোরদাবী জানাচ্ছি। সূমী খাতুনকে বিদেশে পাঠানো সোহেল মিয়া(৫৫),কান্চন মিয়া(৬৫) ও সোহেল আহমদ (৫০) উভয়ে সম্মিলিত ভাবে পাসপোর্ট ছাড়াও ১ লাখ ৬৫ হাজার টাকা গ্রহণ করে সৌদিআরব পাঠায়। কম টাকায় শান্তিময় ভাল ভিসায় বেশী বেতনে সৌদি আরব সুমন তালুকদার ও সৌরব নামের আরো দু জনকে পাঠানোর জন্য ২ টি পাসপোর্ট সহ কান্চনের প্রলোভনে বিভন্ন সময়ে বিভিন্ন অংকে সর্বমোট ১২ লক্ষ ৭১ হাজার টাকা ১২ ডিসেম্বর ২০২৩ ইং বুঝে নেয় এবং ৩ মাসের মধ্যে বিদেশ পাঠানোর জন্য। টাকা নেওয়ার পর আজো তাদের বিদেশ পাঠানো হয়নি। সকল বিষয়ে প্রতারণার বিরুদ্ধে পল্টন থানার অভিযোগ এস আই আবুল কালাম সরেজমিনে দুরন্ত এয়ার ইন্টার ন্যাশনাল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় সুমন এর পাসপোর্ট A08691692 ভিষা প্রসেস করে জনশক্তি রপ্তানি ট্রের্ণিং কোর্স সম্পন্ন করেন এবং অপর জনকে আগামী ৩ মাসের মধ্যে পাঠানো হবে বলে অভিযোগ কারীকে আশ্বস্ত করা হয়। অপরদিকে রুবিকে রিক্রুটিং এজেন্সির মালিক অনিয়মে আরো টাকা পয়সা জমা দেয়ার জন্য চাপ সৃষ্টি করার কারনে অসহায় রয়েছে ভূক্তভোগীরা। আইনগত সহযোগীতা প্রদানে সকলের সু দৃষ্টি কামনা করছেন সুমী ও রুবীর পরিবার।