মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সংখ্যালঘু পরিবারের জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে। রোকন উদ্দিন রাজগাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা। একই ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত শৈলেশ চন্দ্র পালের পুত্র সুমন চন্দ্র পাল নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, কালিগঞ্জ বাজারে সুমন চন্দ্র পাল ও তাঁর জ্যাঠাতো ভাই বিজয় চন্দ্র পাল তাঁদের পৈত্রিক সম্পত্তিতে পজিশন অনুযায়ী দীর্ঘদিন যাবত দোকানপাট তৈরী করে ভোগ দখল করে আসছে। পাশেই ওই ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের একটি দ্বিতল ভবন রয়েছে, যেখানে দ্বিতীয় তলায় অগ্রনী ব্যাংক ও নীচতলায় বিভিন্ন দোকানপাট আছে। কিন্তু কিছুদিন পূর্বে তিনি কাউকে না জানিয়ে সুমন চন্দ্র পালের দোকানের পিছনে লম্বালম্বিভাবে নতুন টিনের বেড়া দিয়েছেন। সরজমিনে পাকা ভবনের পিছনে ৩/৪ ফুট দূরত্বে একটি নতুন টিনের বেড়া পাওয়া গেছে। যা পজিশন অনুযায়ী সকলের নিকট দৃষ্টিকটু। তবে রোকন উদ্দিন জানান- এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার পরে জানতে পারি যে এখানে আমাদেরও সম্পত্তি রয়েছে। যা সুমন চন্দ্র পালের দখলে। তাই তিনি তাঁর নিজ সম্পত্তিতে টিনের বেড়া দিয়েছেন। এছাড়া তিনি আরও বলেন, সুমন চন্দ্র পালের ৯ শতাংশ জায়গা ঠিকই রয়েছে। তারা তাদের জায়গা মেপে দেখলে এখানে কারও জায়গা দখলের তো প্রশ্নই আসে না। এ দিকে অভিযোগকারী সুমন চন্দ্র পাল জানান, অহেতুক তাকে হয়রানি করার জন্য ও অসৎ উদ্দেশ্যে ওই ইউপি চেয়ারম্যান জোরপূর্বক জায়গা দখলে নেওয়ার জন্য অবৈধ স্থাপনা দিয়েছে। টিনে বেড়া উচ্ছেদ সহ অবৈধ দখলকারীর হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন সুমন চন্দ্র পাল ও তাঁর পরিবারের লোকজন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে বলা হয়েছে।