মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:
[ টাকা-পয়সা দিয়ে ধামাচাঁপা দেওয়ার চেষ্টা ]
ময়মনসিংহের নান্দাইলে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রহমত উল্লাহ (২২) নামে সহকর্মীর বিরুদ্ধে। ধর্ষণের অভিযুক্ত রহমত উল্লাহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাশঁহাটি গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র। স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরীর সুবাদে নান্দাইল পৌরসভার ঝালুয়া মহল্লার জনৈক ব্যক্তির কন্যা (২০) এর সাথে গত সাত মাস যাবত প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে রহমত উল্লাহ। ওই কন্যাকে বিয়ের করবে বলে বিভিন্ন স্থানে ঘুরাফেরা সহ শারীরিক সম্পর্ক গড়ে তুলে। তবে বিবাহের জন্য রহমত উল্লাকে বারবার চাপ দিলে গত সোমবার ওই মেয়েকে তাঁর বাড়িতে নিয়ে আসে এবং ওই দিন রাতে নিজ কক্ষে রহমত উল্লাহ তাকে আরও একাধিকবার ধষর্ণ করে। কিন্তু পরদিন বিয়ের ব্যবস্থা নিচ্ছে বলে তাকে অফিসে পাঠিয়ে দেয়। এরপর প্রেমিক রহমত উল্লাহ তাকে বিবাহ করতে অস্বীকার করে এবং বিষয়টি রহমত উল্লাহার পিতা-মাতাকে জানালে তাঁরা মেয়েটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে রোববার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ধর্ষণের শিকার মেয়ে জানান, আমার সাথে সে প্রতারণা করে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে। আমি ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এছাড়া সে বিয়ে না করলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই। এ বিষয়ে শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে শাহজাহান মিয়ার ভাই রফিকুল ইসলাম জানান, তাঁর ভাতিজা রহমত উল্লাহ খারাপ প্রকৃতির বলেই তাকে তাঁর নিজ দোকান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই এ ব্যাপারে তিনি কোন কথা বলতে রাজি হননি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।