মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তায় তাড়াইল-নান্দাইল মোড়ে একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পাকা রাস্তা। এতে যানবাহন চলাচলের দূর্ভোগের পাশাপাশি যাত্রী সাধারনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানাগেছে, নান্দাইল চৌরাস্তাটি একটি ব্যস্ততম জায়গা। যেখানে প্রতিদিন শত শত দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। কিন্তু ওই চৌরাস্তার তাড়াইল-নান্দাইল সড়কে একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে যানবাহন চালক সহ জনগণকে এ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে নান্দাইল চৌরাস্তায় সিসি ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে। সরজমিন গিয়ে দেখা যায়, তাড়াইল-নান্দাইল সড়কে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নাই। তাই বৃষ্টির পানি আটকে রাস্তায় ২ ফুট পর্যন্ত পানি জমে আছে। এতে করে অটোরিক্সা, সিএনজি ও ট্রাক-বাস অতি কষ্ট করে চলাচল করতে হচ্ছে। এমনকি রাস্তায় থাকা গর্তে পড়ে আটকে যাচ্ছে যানবাহন। তখন রাস্তা ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জ এর তত্ত্বাবধানে চলছে রাস্তার উন্নয়ন কাজ। কিন্তু চৌরাস্তার তাড়াইল মোড়ে কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয় নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার দুপাশে মালিকানাধীন জায়গায় উচু করে দোকান পাট নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তায় নিচু হওয়ায় দোকানপাট সহ মালিকানাধীন জায়গার বৃষ্টির পানি এসে রাস্তায় জমে থাকে। এ বিষয়ে যানবাহন চালক রফিক ও হেলাল মিয়া জানান, রাস্তা উচু করা হচ্ছে। কিন্তু এ জায়গায় পানি আটকে যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে রাস্তা নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, আমি বিষয়টি দেখছি। সেখানে লোক পাঠিয়ে খোঁজ-খবর নিচ্ছি।