মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত নাঈম ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর গ্রামের নজরুল ইসলামের পুত্র। অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর ৯ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সনের ডিসেম্বর মাসের ২৪ তারিখ রাত ৮টায় নিহত রাকিব বাসায় ফেরার সময় উকিলপাড়াস্থ রানা স্টোরের কাছে এলে আসামীরা তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে তাহার বুকের বামপাশে ঘাই মারিয়া মারাত্মক জখম করে। ফলে তাহার মৃত্যু হয়। পরে নিহতের পিতা আবুল মুনসুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। সাক্ষ্য জেরা শেষে আসামী নাঈম ইসলামকে উপরোক্ত দন্ডাদেশ প্রদান করা হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি এমদাদ হোসেন রতন ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. অশোক সরকার