আফজালুর রহমান উজ্জ্বল,বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামের হামলার শিকার ও মিথ্যা মামলার প্রতিবাদে নিরীহ বিল্লাল মিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিল্লাল মিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, বিবাদী আঃ মালেক সৎ ভাই হয়ে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে তার বিরুদ্ধে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের ও সাংবাদিক সম্মেলনের করে বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তিনি অভিযোগ করে বলেন “ আমি নাবালক থাকা অবস্থায় পিতার মৃত্যু হলে বড় ভাই আঃ মালেক পিতার ভিটা বাড়িসহ সকল সম্পত্তি সুলেনামা দলিল মুলে হিস্যা অনুযায়ী ভাগ বাটোয়ারা করে দিলে আমি আমার হিস্যা ভোগদখল করিয়া আসছি। বর্তমানে তার ছেলেদের চাকরির ও কিছু আত্নীয় স্বজনের নাম ভাঙ্গিয়ে দাপট দেখিয়ে আমার প্রাপ্য হিস্যা থেকে আমাকে বঞ্চিত করে জোরপূর্বক দখল করার জন্য আমার স্ত্রী সন্তানসহ বিবাদী গংরা অতর্কিত হামলায় স্বর্ণ, টাকা লোট ও রক্তাক্ত আহত করে। এ ছাড়াও আমাকে বাড়ীতে প্রবেশের রাস্তায় যাতায়তের বাধা প্রদান করে। এ বিষয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি একজন সাধারন দরিদ্র সহজ সরল দিনমজুর মানুষ বলে আমার কোন প্রভাব প্রতিপত্তি নেই। কখনো আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত নাই। আমি আমার হিস্যা দলিল অনুযায়ী ভোগ করাসহ আমার উপর মিথ্যা অপপ্রচার এবং হামলা মামলা হুমকি ধমকির সুবিচার দাবী করছি”।