কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লিগ্যাল এইড দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গন থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব- এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যতান দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মাকসুদা পারভীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মি হাসিনা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহাগ রঞ্জন পাল, জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সহিদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক এ্যাড. আমিনুল ইসলাম রতন, জিপি জালাল মোঃ গাউস, পাবলিক প্রসিকিউটর মোঃ জালাল উদ্দিন, স্পেশাল পিপি এ.এম. সাজ্জাদুল হক, এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা কে.এম মাহবুবুল, এ্যাড. শাহিনুর কলি পপি, উপকারভোগী মোছাঃ ফাতেমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার নাসিমা তালুকদার মুনমুন।
এ বছর ফৌজদারী মামলা পরিচালনায় এ্যাড. শাহিনুর কলি পপি, দেওয়ানী মোকদ্দমা পরিচালনা এ্যাড. হুসনে আরা ও বাজিতপুর চৌকির এ্যাড. শৈলেম্বর দাস সেরা আইনজীবী হিসেবে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়