নরসিংদীর শিবপুরে ডিসি রোডে দুই গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ নি*হত!
হাবিব উল্লাহ বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরের ডিসি রোডে সিএনজি ও নছিমন এর সংঘর্ষে রেনু খান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১) জুলাই সকাল সাড়ে ১০টায় এ ঘটনায় ঘটে।
এসময় আহত হয়েছেন আরো ৩ জন। নিহত রেনু খান উপজেলার বান্দারদিয়া গ্রামের মৃত সোলেমান খানের ছেলে। আহতরা হলো, স্বাস্থ্য সহকারী নরসিংদীর শিমু আক্তার (৪০), ঘাশিরদিয়ার শরিফা বেগম(৪৮) চান্দের টেকের সিএনজির ড্রাইভার ইকবাল (৪০)।
Leave a Reply