আফজালুর রহমান উজ্জ্বল : বিশেষ প্রতিনিধি :
হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে সুখিগ্রামের সাবেক সিভিল সার্জন ডাক্তার মাজহারুল ইসলাম -এর উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুখী গ্রামের দারুল উলুম ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের -২০২৪ সালের, এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মাওলানা ইসহাক এর সভাপতিত্বে ও ক্বারি আনোয়ার শাহ্ হোসেনপুরীর ও ইউপি সদস্য রেজাউল করিম রশিদ -এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, ডাক্তার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল সোহান , উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতেয়াক রেজা উজ্জ্বল, জেলা প্রেসক্লাবে সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরিদ উদ্দিন মাসুদ বিশিষ্ট রাজনীতিবিদ আলাল মিয়া , শিক্ষক ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্বা সিরাজুল ইসলাম (ভুট্টা) সহ আরো উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন যুবলীগ নেতা দিদারুল আলম ভূইয়া নাদিম, সুখী গ্রামের সমাজসেবক মোহাম্মদ কায়কোবাদ মিয়া, নুরুল ইসলাম, ডাক্তার সিরাজ উদ্দিন, শহীদুল ইসলাম মাষ্টার,দুলাল মিয়া, হাজী আকবর হোসেন ডিলার, সহ শিক্ষার্থী, অভিভাবক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
Leave a Reply