সোহেল কবির স্টাফ রিপোর্টার
অসত্য অন্যায় অধর্মের বিরুদ্ধে আমরণ যুদ্ধ করিয়া( হযরত)ইমাম হোসেন( রা:)সপরিবারে কারবালার ময়দানে শহীদ হইয়াছিলেন উক্ত স্মৃতি স্মরণার্থে শহরের বাঠইমুড়ী শাহী মঞ্জিলের পীর (হযরত) হারুন শাহ্এর নির্দেশে প্রতি মহরমে মিছিল বের করেন। হযরত হারুন শাহ্ এর শাহ্জাদা মোহাম্মদ : আজাদ ইবনে( হারুন)এর খেলাফত প্রাপ্ত পীর হযরত হালিম শাহ্ রাসূল( সা:) এর আহলে বয়াত পাক পাঞ্জাতনের প্রতি সম্মানে. মোহাব্বতে. শোক জ্ঞাপন করিয়া আব্দুল হালিম শাহ নিজবাড়ী হইতে মুড়াপাড়া. মাঠের ঘাট. মঙ্গলখালী. শিবগঞ্জ. হাউলীপাড়া. উক্ত স্থানগুলোতে মিছিল প্রদর্শন করেন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন হযরত হালিম শাহ. জহুর আলী. মনির. সেলিম. আবু সালে. বাচ্চু ফরাজি. কামাল. মাহমুদূর. ডালিম. আরিফ সহ আর অন্যান্য ভক্ত রা.উক্ত মিছিলে ভক্তরা বলেন পাক পাঞ্জাতন না হলে দুনিয়া সৃষ্টি হতো না এবং পাক পাঞ্জাতনের মাধ্যমে রাসুল পাক (সা:) প্রতি স্মরণ এবং ইমাম হাসান ইমাম হোসেন ছিলেন অন্যতম মহামানবের মধ্যে দুজন। তাই এই মহামানবের স্মরণে প্রতি মহরম মাসেই একটি মিছিল বের করেন। তাদের স্মরণে পাক পাঞ্জাতনের বিষয়ে মানুষকে জানিয়ে দেয়া।
Leave a Reply