চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছে আফগানিস্তান। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে রশিদ-নবিরা। তবে এর মধ্যেই আফগান শিবিরে রয়েছে দুঃসংবাদ। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির রহস্যময় অফ স্পিনার মুজিব-উর রহমান।
শুক্রবার (১৪ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মুজিবের পরিবর্তে আফগানিস্তান দলে বাড়ানো হয়েছে একজন ব্যাটার। নেওয়া হয়েছে মারকুটে ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলেছিলেন মুজিব-উর রহমান। ওই ম্যাচেই ডান হাতের আঙুলে পুরোনো আঘাতের জায়গায় আবার ব্যথা পান তিনি। যে আঙুল দিয়ে বল করেন, স্পিন করান- সেই আঙুলই আঘাতপ্রাপ্ত।
এই একই ইনজুরির কারণে এবার পুরো আইপিএল মিস করেছেন মুজিব। এবার এক ম্যাচ খেলে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়তে হলো তাকে।
মুজিব ইনজুরিতে থাকার কারণে আফগানিস্তান আগে থেকেই দলে একজন বাড়তি স্পিনার নিয়ে রেখেছিল। তিনি বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ।
সবশেষ দুটি ম্যাচে খেলেছেন এই তরুণ স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট নিতে পারেননি। শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ১ উইকেট।
Leave a Reply