1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার শেয়ার করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করার কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন এ আহ্বান জানান। খবর বিবিসির।

গত রবিবার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। এ ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। সঙ্গতকারণে তার ভাষণের ওপর চোখ ছিল সারা বিশ্বের।

জো বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি।

জো বাইডেন বলেন, “কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাকে ধন্যবাদ। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন। নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি সময় ও একটি জায়গা আছে। এখনই সেই সময়।”

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “রাজা নয়, বরং জনগণই শাসন করে আমেরিকা। জনগণের হাতেই সব ক্ষমতা।”

দেশবাসীর উদ্দেশে বাইডেন বলেন, “আপনার হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা। আপনিই ইতিহাসের নির্মাতা। তাই আসুন, আমরা এক সঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি।”

এদিকে গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে। তিনি জোরালোভাবে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে কমলা হ্যারিসও নির্বাচনি প্রচার শুরু করেছেন। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। তাকে সমর্থন দিয়ে রেকর্ড পরিমাণ অর্থও দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারা। ফলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি