রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নরসিংদী জেলা কারাগার থেকে পালানো মাদক মামলায় আলী আহম্মেদ (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই কিরন ও তার সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আলী আহম্মেদ সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার আমপাড়া এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। পরে তাকে রূপগঞ্জ থানা থেকে নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়।
সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান জানান, গতকাল ভোর রাতে আমরা খবর পেয়েছি বরপা এলাকায় একজন নরসিংদী জেলখানা থেকে পলাতক আসামী অবস্থান করছেন তখন সঙ্গে সঙ্গে ওই এলাকায় অভিযান চালিয়ে আলী আহম্মদ নামে একজন আসামিকে আটক করি। পর নরসিংদী সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।
Leave a Reply