মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইলে বিজয় মিছিল শেষে আওয়ামীলীগের দুই বারের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের পৌর বাসভবন ভাংচুর ও আগুনের দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকাল ৪ টার দিকে বিক্ষুব্ধ জনতা ভাংচুর ও আগুন দেয়। এছাড়াও নান্দাইল পৌরসভায় মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার অফিস ও দোকানপাটে ভাংচুর করে।
এদিকে বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে বিক্ষুব্ধ জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে নান্দাইল সদরে জড়ো হয়। পরে পরিকল্পনামন্ত্রীর দলীয় কার্যালয়, উপজেলা ছাত্রলীগের কার্যালয়,পৌর ছাত্রলীগের কার্যালয়,সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যাুরাল, চার নেতার ম্যাুরাল সহ বিভিন্ন জায়গায় ভাংচুর ও আগুন দেয়।
পরে সন্ধ্যার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে আনন্দ মিছিল বের করে।
Leave a Reply