শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের এমপি ও নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। উপজেলার বিভিন্ন জায়গা ঘুরেও তাদের খোঁজ মেলেনি। এতাছাড়াও উপজেলার বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের খোঁজ পাওয়া যায়নি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পরই উপজেলা আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। এদিকে গত সোমবার শেখ হাসিনা পদ ত্যাগের পর পরই বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপির পৌর বাসভবনে হামলা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অরুণ কৃষ্ণ পালের বাস ভবনে ইটপাটকেল মেরে ভাংচুর করে।
নান্দাইল পৌরসভায় মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার অফিস ও দোকানপাটে ভাংচুর করে। পরে সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপির দলীয় কার্যালয়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদুল হাসান জুয়েলের বাসা ও অফিসে ভাংচুর, উপজেলা ছাত্রলীগের কার্যালয়,পৌর ছাত্রলীগের কার্যালয়,সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যারাল, চার নেতার ম্যারাল সহ বিভিন্ন জায়গায় ভাংচুর ও আগুন দেয়।#
(ছবি সংযুক্ত)
তারিখ: ০৬/০৮/২০২৪
ছবি: সাবেক পরিকল্পনামন্ত্রীর দলীয় কার্যালয়
Leave a Reply