জ্যেষ্ঠ প্রতিবেদক
শেখ হাসিনার পদত্যাগের পর দেশে বিভিন্ন জায়গায় সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভাঙচুর, লুটপাট এসবে কেউ জড়িত হবেন না। আমরা জানি আমাদের নেতাকর্মীরা এসব কাজে যুক্ত না। যারা এসব করছে তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার পতনের আন্দোলনে যুক্ত ছাত্র-জনতা ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে এই অবস্থা পেয়েছি। আমাদের বহু ছেলেরা ১৬ বছর বাড়িতে ঘুমাতে পারেনি, গুম হয়েছে। আমাদের অনেকের সন্তানরা তাদের বাবাদের দেখতে পারেননি।
বিএনপি মহাসচিব বলেন, যারা শিল্পের ওপর আক্রমণ করছে, তারা দেশের শত্রু। এসব কোনো আন্দোলনকারীদের কাজ হতে পারে না।
Leave a Reply