খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার ৯ আগষ্ট ২০২৪ খ্রি.নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় হাজার হাজার বিএনপির নেতাকর্মীদের নিয়ে নিরাপত্তা কমিটি গঠন উপলক্ষে মনোহরদী উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৪ মনোহরদী-বেলাব বিএনপি থেকে নির্বাচিত সাবেক তিন বারের এমপি ও মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব দোলন।শুক্রবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতনের পর একটি কুচক্রি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।তাই বিএনপির সব নেতাকর্মীকে পাহারায় থাকতে হবে।ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে,তা নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর হামলা হলেই প্রতিরোধ করতে হবে।
তিনি আরো বলেন,সাধারণ মানুষ ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা।ঐদিন বাংলাদেশের সাধারণ মানুষ বিজয় উল্লাসে মেতে উঠে।
যারা লুটপাট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় মুসলিম, হিন্দু,খ্রিষ্টানসহ সবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংস স্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে একসমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র ও তরুণরাই আমাদের ভবিষ্যত।তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত বিলিয়ে দিয়েছে,সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা,যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।পরিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply