সংবাদ সম্মেলনের পূর্বে দীর্ঘ ১ মাসে আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।শনিবার (১০ আগষ্ট) বেলা ২.৩০ মিনিটে পরিচালক, তৌহিদুল রহমান মিলনের সভাপতিত্বে গাইবান্ধা জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লেখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ সরকার, মহান স্বাধীনতা সংগ্রামে লাখো শহীদ ও আমরা আরও স্মরণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের তাজা প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই ক্রান্তিলগ্নে বিশ্বব্যাপী সমাদৃত দেশের একমাত্র নোবেল বিজয়ী বর্ষীয়ান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বতিকালিন সরকার প্রধান নিযুক্ত হওয়ায় ব্যবসায়ী সমাজের তরফ থেকে তার প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে জেলার সর্বোচ্চ বাণিজ্য সংগঠন হিসেবে গাইবান্ধা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এই বিজয় শ্রদ্ধার সাথে স্মরণ করে আগষ্টে বিল্পবে সর্বস্তরের মানুষের সাথে ব্যবসায়িদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতি অধিকতর বেগবান বিস্তার করবে বলে জানান।
ব্যবসা বানিজ্য সম্প্রসারণ করতে ব্যবসায়ীদের সকল ধরনের সহযোগিতা ও ব্যাংক ব্যবস্থা আগের মতো স্বাভাবিক করার জন্য জরুরি ভাবে এই অন্তর্বতিকালীন সরকারের কাছে পেশ করেন, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি খান মো: শাহিদ হাসান জসিম, পরিচালক, নওশের আলম, বাবুল হোসেন, সুমন চৌধুরী, শামীম আহম্মেদ, সামিউল হুদা সুমেল।
Leave a Reply