1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে  হোসেনপুরে আগুনেপুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও কাজি নাহিদ ইভা বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন বিগত আমলে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই-সৈয়দ তাহসিনুল হক চীনা হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নীলফামারীবাসীর পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে একজন বহিষ্কার নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

 কোটা আন্দোলনে প্রাণ হারালো নান্দাইলের ৫ জন। আহত ৮ জন

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার শেয়ার করা হয়েছে।
শাহজাহান ফকির বিশেষ প্রতিনিধিঃ

সম্প্রতি অতিবাহিত কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী ছাত্র সমাজের এক দফা দাবীর আন্দোলনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে নান্দাইল উপজেলার ৫জন এবং আহত হয়েছে ৮ জন। আহত ও নিহতদের অনেকেই শিশু, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী ও চাকুরীজীবি।

এছাড়া স্বৈরাচার সরকার পদ ত্যাগের পরবর্তী আনন্দ মিছিল তথা ছাত্র সমাজের বিজয় উল্লাস দেখতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক বেসরকারি চাকুরীজীবি পুলিশের গুলিতে নিহত হয়েছে। জানাগেছে, শহিদুল ইসলাম নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।

৫ই আগস্ট ঢাকায় যাত্রাবাড়ি থানার সামনে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে তাঁর পরিবারের লোকজন জানায়। একই দিনে মুশুল্লী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খোকন মিয়ার পুত্র সাকিবুল ইসলাম সাজু (১৪) গাজীপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে নিহত। সে মাওনা এলাকায় হার্ডওয়ারী দোকানে শ্রমিকের কাজ করতো।

গত ২১ জুলাই জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের শহিদুল ইসলামের পুত্র মো. জামান মিয়া (১৭) নরসিংদী শহরে পুলিশের গুলিতে নিহত হয়।

সেখানে সে তানিয়া ডায়িং কোম্পানীর শ্রমিক ছিল। এছাড়া ২০ জুলাই গাজীপুরের সাইনবোর্ড বাজারে পুলিশের গুলিতে নিহত হয় নান্দাইল ইউনিয়নের সাভার পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র কাচাঁমালের ব্যবসায়ী হুমায়ূন মিয়া (২৪) এবং একই দিনে ঢাকায় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়েছে চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের আজিজুল ইসলাম কুসুমের পুত্র মো. জুবায়োর মিয়া (১৫)।

সে ঢাকার শনিরআখড়ায় একটি মুদির দোকানের কর্মচারী ছিল। অপরদিকে কোটা আন্দোলন ও এক দফা দাবির আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পুলিশের গুলি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে আহত হয়েছেন আরো ৮ জন।

আহতরা হচ্ছেন নান্দাইল উপজেলার মুশুল্লি ইউপি’র কামালপুর গ্রামের আবুল হাসেমের পুত্র ফাজিল ২য় বর্ষের ছাত্র হাফেজ ইফতেখার তায়িফ (গুলিবিদ্ধ), মোয়াজ্জেমপুর ইউপি’র নয়নপুর গ্রামের রুহুল আমিনের পুত্র ফাজিল ৩য় বর্ষের ছাত্র হাফেজ আবু নাঈম (গুলিবিদ্ধ), মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র (ছাত্র) ফয়সাল আহমেদ (গুলিবিদ্ধ) ও লিটন মিয়ার পুত্র পিন্টু মিয়া (গুলিবিদ্ধ) আচারগাঁও ইউপি’র আমাদোবাদ কান্দাপাড়া গ্রামের হাদিছ মিয়ার পুত্র গার্মেন্ট শ্রমিক শামিম মিয়া (গুলিবিদ্ধ) ও আচারগাঁও বীরপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র তায়েফ (টিয়ারশেল), পৌরসভার ভূইয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা কলেজের ছাত্রী সাবিহা ইমনাত (লাঠিচার্জ) এবং মোয়াজ্জেমপুর ইউপি’র মোয়াজ্জেমপুর গ্রামের আজিজুল ইসলাম বাবুর শিশু কন্যা তানিয়া জান্নাত তৃণা (টিয়ারশেল)।

 

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি