সারাদেশের স্নেহের সকল ছাত্র ছাত্রী ও যুবরা, তোমাদের এই বিজয় এই স্বাধীনতা অর্জনকে আমি আমার পক্ষ থেকে স্বাগতম জানাই। শুভেচ্ছা জানাই। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ চলমান আন্দোলনের সকল শহীদের প্রতি রইল মমতা মাখা একরাশ ভালোবাসা ও শ্রদ্ধা।
এবং তোমরা যারা এখনো সেই চলমান আন্দোলন করে যাচ্ছো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দেশের মিডিয়া তথা সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী ও আম জনতা সবার প্রতি রইল আমার ভালোবাসা।
আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নিরবে পাশে ছিলাম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে পঁচিশটি কলাম লিখেছি।
সেই কলাম গুলো একত্র করে একটি বই হচ্ছে। খুব শিঘ্রই প্রকাশিত হবে। যার নামদিয়েছি ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমিও পাশে ছিলাম ”
যাক, মুল কথাটি হলো 5 আগষ্ট 2024 তোমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আসলে বিষয়টি এরকম রকম নয়। স্বাধীনতা 2024 এটাই ঠিক। এর মধ্যে তোমাদের নেতৃত্বে তোমাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাও ঠিক আছে। এখন দরকার হলো। আমাদের দেশের জরাজীর্ণ সংবিধানটা সঠিক করন। এখন যদি অতি দ্রুত সংবিধানটা সঠিক করে জাতির স্বার্থে প্রণয়ন করা যায়। তবেই তোমরা সফল।
গত তেপ্পান্ন বছর ধরে এই অগোছালো সংবিধানের গাড়ে চেপে যারা রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। তারা কেউ জনগণের কল্যাণে আসেনি। এবং তারা কেউ জাতির কল্যাণ নিয়ে চিন্তাও করেনি। এই সংবিধানের ভুলে আমাদের দেশে রাজনৈতিক নেতারা চুরি করতে পারে। সরকারি কর্মকর্তারা ঘুষ খেতে পারে।
অর্থ দিয়ে আইন পুলিশ কিনতে পারে। দেশের যে কেউ খুব সহজে ভূমিদস্যু, জলদস্যু, চোর, ডাকাত হতে পারে। এগুলো সবই দরকার ছিল বিগত সময়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দল। আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির। তাই তারা কেউ এই সংবিধান জন কল্যাণে ও সামাজিক নিরাপত্তা বেষ্টিত করে নাই।
এককথায় আমাদের দেশের সংবিধানের একমাত্র দুর্বলতার জন্য আজকে শিক্ষিত বেকারের হার বেড়েছে। যা ভবিষ্যতে আরো বেড়ে যাবে। বেকারত্ব হলো একটি অভিশাপ। যা থেকে সমাজের সামাজিকতা নষ্ট হয়।
দেশ উন্নয়নে, সমাজ উন্নয়নে, দেশের প্রতিটা নাগরিকের স্বপ্ন পূরণে আমার লেখা ” দেশের সংবিধান ” নামে একটি বই রয়েছে। তোমরা চাইলে আমি নিঃশর্তে দিয়ে দিব। আমি কোনো বিনিময় চাই না। জাতির কল্যাণ চাই। তোমাদের কল্যাণ চাই। এই সংবিধান প প্রয়োগ করলে। এমনিতেই কমে যাবে সমাজের অসুন্দর কার্যকলাপ আশি ভাগ।
পরিশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের জন্য রইল শুভকামনা।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
15 আগষ্ট 2024
Leave a Reply