কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলার নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে হাসপাতার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বাক্কার, সাদ্দাম হোসেন, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল মেম্বার,
জিনারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মৃধা মাখন,পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাজিব মিয়া প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে।
Leave a Reply