1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

ডিমলায় পূর্ব শত্রুতার জের ধরে তিনটি বাড়িতে হামলা ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার শেয়ার করা হয়েছে।

মোঃ য়ন ইসলাম- নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ নামক স্থানের বাসিন্দা মোহাম্মদ এমদাদুল হক এ অভিযোগ করেন।

এমদাদুল হক বাদী হয়ে মোঃ আফিস উদ্দিন, মজিবর রহমান সহ ১৭ জনের নাম উল্লেখ করে নীলফামারীর সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন বিবাদীগণের সাথে দীর্ঘদিন যাবত নীলফামারী জেলা বিজ্ঞ আদালতে মামলা চলোমান আছে। ঘটনার দিন বাদ ও তার পরিবারের লোকজন আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা শেষে বাদী সহ তার পরিবারের লোকজন দেখতে পায় তাদের তিনটি বাড়ি তে হামলা ভাঙচুর ও লুটপাট হয়েছে।

বিবাদী গনের সন্ত্রাসী কার্যকলাপে ক্ষতির পরিমাণ উল্লেখ করে তিনি বলেন আমার দুইটি পাকা রুম, ঘরে থাকা ফ্রিজ, ফ্যান, একটি মোটরসাইকেল ভাঙচুর সহ কৃষিকাজে ব্যবহৃত গাড়ি (ট্রাক্টর) বিক্রির গচ্ছিত আমানত ৬,৫০,০০০/- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা) টাকা সহ ঘরে থাকা দেড় ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায় বিবাদীগণ। তিনি (বাদী) আরো অভিযোগ করেন যে- তার ২ জন ছোট ভাইয়ের পৃথক পৃথক বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় বিবাদীরা। এসময় তার (বাদীর) বড়োভাই রবিউল এর ৩ টি পাকা রুম এবং বড়োভাই রেজাউল এর ২ টি পাকা রুমে হামলা চালায় বিবাদীগণ। এছাড়াও তিনি বলেন ছোটভাই রবিউল এর বাড়িতে গচ্ছিত ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বিবাদীগণ এবং ছোট ভাই রেজাউল এর বাড়িতে হামলা চালিয়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নিয়ে যায় বিবাদীগণ।

বাদী এমদাদুল হক অভিযোগ করে বলেন- বিবাদীগণেে এমন সন্ত্রাসী কার্যাকলাপ দেখিয়া ছোটভাই রেজাউল বাধা প্রদান করিতে গেলে তার গলায় ছুরি ধরে এবং প্রান নাসের হুসকি দেয় এজন্য সে কোন বাধা নিষেধ করিতে পারেনা।

পরবর্তীতে বিবাদীগণ দেশীয় ছুরি ধারালো অস্ত্র সস্ত্র লাঠি শোডা নিয়ে বাদীর বাড়ির আশপাশ ঘোরাফেরা করে। এ বিষয়ে কোন অভিযোগ করিলে প্রান নাশের হুমকি দেন বলে বাদী অভিযোগ পত্রে উল্লেখ করেন।

উল্লেখ্য যে গত ৬ আগস্ট/২৪ এ বাংলাদেশ পুলিশের কর্মবিরতির কারনে বাদী নিজ থানায় কোন প্রকার অভিযোগ করতে পারেন নাই এবং অফিসার ইনচার্জ এর মন্তব্য সংগ্রহ করা হয় নাই।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি