আজ ১৮/৮/২৪ইং রবিবার জহুরুল ইসলাম নার্সিং কলেজ এর ছাত্র/ছাত্রীরা বিভিন্ন দাবীতে বিক্ষোভ মিছিল করলে কলেজ কর্তৃপক্ষ কলেজের মূল গেইট বন্ধ করে ছাত্র/ছাত্রীদের আটকে দেওয়ার চেষ্টা করে। পরে ছাত্র জনতা তালা ভেঙ্গে ছাত্রদের উদ্ধার করে বিক্ষোভ মিছিল শুরু করে। স্থানীয় লোকজন জানায় এই শিক্ষক এর নেতিবাচক মনোভাব ও আচরণ এর জন্য আজকে এই আন্দোলন।
সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই বিক্ষোভ চলে।
ছাত্র জনতা অভিযোগ করে বলেন অধ্যাক্ষ পরিক্ষার আগে অধ্যক্ষ বিভিন্ন ডিমান্ড করে,অনেক সময় ছাত্র অভিবাকদের সাথে খারাপ আচরণ করে,ভাইভার সময় আমাদের কাছে শাড়ি,মেকাপ বক্স,স্বর্না অলংকার,বিভিন্ন গহনা দাবী করে তা আদায় করতো, যদি কেউ ওই শিক্ষক এর দাবী কৃত পছন্দের সামগ্রী না দিতে পারে তাহলে তাদের ফেইল দেখানো হতো,দীর্ঘ সময়ের অনিয়ম এর ফলে ছাত্ররা এতো দিন জিম্মি ছিলো,এই অবস্থা থেকে মুক্তির জন্য আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি।
বিক্ষোভ এর এক পর্যায়ে আল্পনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং পদত্যাগ করে।ছাত্রদের এই দাবী মেনে পদত্যাগ এর পরে হাসপাতালের স্টাপদের বেতন বাড়ানোর দাবীতে বিক্ষোভ চলতে থাকে।
Leave a Reply