কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) স্কুলে আজ ২২ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পাসে আকর্ষনীয় বিজ্ঞান মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
২০২০ সালে প্রতিষ্ঠিত এই গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) স্কুলটি ইতিমধ্যে ব্যতিক্রমধর্মী আধুনিক স্কুল হিসেবে কিশোরগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্কুলটির প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর জানান, আধুনিক যুগোপযোগী শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার সমান্তরালে বিজ্ঞানকে তাদের নিকট শিক্ষণীয় ও আকর্ষণীয়ভাবে উপভোগ্য এবং বিজ্ঞান শিক্ষার প্রতি ক্রমাগত আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজ্ঞান মেলার প্রদর্শনীর আয়োজন করে।
বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গচিহাটা বিদ্যানিকেতন এর প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর, সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞান মেলার প্রদর্শনীটি গচিহাটা এবং কটিয়াদি উপজেলার বিভিন্ন স্কুল ও স্থানীয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পরিশেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়। এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করায় আধুনিক এই স্কুলটি সকল মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে
Leave a Reply