গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৯৩ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করছে র্যাব। এ সময় নুর নবী মিয়া (২৫) ও আলমগীর হোসেন (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি নুর নবী মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবধা গ্রামের মজিবর রহমানের ছেলে ও আলমগীর হোসেন লালমনিরহাট সদরের মোস্তফি গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর মহাসড়কের বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ১৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ওই দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
Leave a Reply