1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে মুরগী বিক্রেতাকে পিঠিয়ে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার শেয়ার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মিঠামইনের গোপদীঘির দৌলতপুর হাওরের মাঘাপোড়া বিল এলাকায় রাতের আঁধারে ইটনার এক মুরগী ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিবাগত রাতে মিঠামইনের শরীফপুরের অদূরে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এ হত্যায় নিহত সাগর মিয়া (২৪) এলংজুরী কবিলাপাড়ার মুরগীর খামার ব্যাবসায়ী সুখন মিয়ার ছেলে বলে জানা যায়। জানা যায় মিঠামইনের গোপদীঘি বাজারে সারাদিন মুরগী বিক্রি করে টাকা কালেকশন করতে কিছুটা রাত হয়ে যায়। তবুও মুরগী বিক্রির টাকা নিয়ে নিজস্ব নৌকা যোগে মিঠামইন উপজেলার গোপদীঘি বাজার থেকে নিজ বাড়ী ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন সদরের কাবিলা পাড়া গ্রামে রওনা দেয়।

প্রতিমধ্যে শরীফপুর গ্রামের অদূরে দৌলতপুর হাওর মোঘাপোড়া বিল এলাকায় আসা মাত্রই জলমহালের পাহাদার বলে নৌকা থামিয়ে এলোপাতাড়ি ৫ জনকেই পিটিতে থাকে। এ সময় মুরগী বিক্রির টাকা নিয়ে টানাহেচরার সময় আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায় সাগর। হত্যাকান্ডের ভয়ে পাহাদররা নিজেরা পালিয়ে যায়। এরপর বাকীরা পানিতে খোঁজে সাগরের মৃতদেহ উদ্ধার করে প্রথমে গোপদীঘির বেরীবাধে ও পরে মিঠামইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোপদীঘি শরীফপুর গ্রামের চোরাচারা ডাকাতের গোনা বিল ও মাঘাপোড়া বিলের দখলদার সিন্ডিকেট হাবিবুর রহমান বাবলু, শহীদ মিয়া, আব্দুল্লাহ, আলতু মিয়া,সিরাজ আলী, শহর আলী, দীন ইসলাম, আল আমিন গংরা এই হত্যা কান্ডের সংগে জড়িত বলে চাওর হয়েছে। অভিযোগ রয়েছে তারা পাহারার নামে রাতে চুরি ডাকাতি করে বেড়ায়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করলে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব বলেন, মৃতদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো পাইনি। পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি