1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গুণ খোঁজে পেলম না।

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১০ বার শেয়ার করা হয়েছে।
অথই নূরুল আমিন

আওয়ামী লীগ নিয়ে বিষদ বিবরণ সহ এটাই হয়তো আমার এই কলাম। প্রিয় পাঠক, মানুষ চেনা যায় তার চরিত্রে ও ভাষায়। গত ষোলটা বছর ধরে ওদের যে রাজনীতি ছিল। তা ছিল খুবই জগণ্য। ওরা নিজেরাই নিজেদের নেতাকর্মীদের মাঝেই সবসময় ঝগড়া হিংসা প্রতিহিংসা লেগেই থাকতো।

আমি লক্ষ্য করে দেখেছি। ওরা একজন নেতাকে বড়ো হতে দিত না। একজন এমপির আসনে আরেকজন নেতার জন্ম হোক। এটা একজন এমপি কখনই চাই তো না। ওরা নিজেরাই তাদের দলের একজন নেতাকে অন‍্য নেতায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত।

এমনকি অনেক নেতাকে হত‍্যা পযর্ন্ত করেছে। তাদের নিজ দলের অন‍্য নেতায়। ক্ষমতার লড়াইয়ে ঠিকে থাকতে ওরা সম্পূর্ণ পশুর পরিচয় দিয়েছে। নিজ দলের নেতাকর্মীদের মাঝেই । আওয়ামী লীগ নিয়ে যদি কেউ বিষদ গবেষণা করেন। তাহলে ওরা কেউ মানুষ নয়। তাই গবেষণায় উঠে আসবে। এটা চির সত‍্য।

এছাড়া জেলা উপজেলার নেতা গুলো ছিল চেছড়া চোরের মতো। ওরা দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে। গরু চোরের সর্দার, মাদকের গড ফাদার সহ নারী ব‍্যবসার দালাল পযর্ন্ত অনেকেই।

তাহলে রাজনীতি যে একটা সম্মানের জায়গা। যে রাজনীতিকে শ্রদ্ধা করে সম্মান করে জনগণ ভোট দিতে এগিয়ে আসে। তাহলে সেই জনগণের সম্মান আর শ্রদ্ধার মাথায়। ঐ পশু চরিত্রের নেতাকর্মীরা চরম ভাবে আঘাত করেছে। তাতে কোনো ভুল নেই।

আর আওয়ামী মহিলা লীগের শতভাগ নারীরা দুষ্ট ছিল। ওরাও দেহ ব‍্যবসা থেকে শুরু করে। মাদক ব‍্যবসা, নারী ব‍্যবসা, চোর লালন থেকে শুরু করে এহেন মন্ধ কাজ নেই। তারাএই সমাজে করেনি।

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেমন যুবলীগ। দেশের যত নেশাখোর, যত চোর বদমাইশ এবং অশিক্ষিত ওরা সবাই যুবলীগের নেতাকর্মী। যাদেরকে দেখলে সমাজের লোকেরা ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। ওরা সবাই যুবলীগ করত। আমি বিশ সালেও এরকম বিষয় নিয়ে লেখালেখি করেছিলাম।

রাজনীতি হচ্ছে সম্মানের একটি স্তর। এখানে থাকবে ভদ‍্র মানুষ, থাকবে শিক্ষিত মানুষ। তা আর হলো না। ছাত্রলীগের একই অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে সবচেয়ে বেয়াদব, সবচেয়ে বখাটে এবং নেশাখোর ছেলে মেয়েরা ছাত্রলীগ নেতা নেত্রী ও কর্মী ছিল।

এগুলো তো এতক্ষণ ছোট ছোট বিষয় বলেছি। এখন বলি সয়ং শেখ হাসিনার, এমপি পরিষদ ও মন্ত্রী পরিষদেও দেখা যায়, ৯৬ ভাগ মন্ত্রী এমপি ওরা কঠিন থেকে কঠিন, যেমন বেয়াদব, তেমনি অর্থ লোপাট কারী। তেমনি রয়েছে স্বজন প্রীতি। নারী লোভী সহ নানারকম অপরাধে ওরা অপরাধী ছিল। শেখ হাসিনা নিজেও তার অবর্তমানে দলের সভাপতি হবে আওয়ামী লীগের এমন একজন নেতা তিনি নিজেও তৈরি করেননি।

এদিকে সয়ং শেখ হাসিনা পৃথিবী বিখ্যাত, স্বজন প্রীতির এক মহা মাদার হিসাবে খ‍্যাতি অর্জন করেছেন। শেখ পরিবারের বারো হাজার পরিবার সবাই আজকে শত কোটি টাকার মালিক। এছাড়া রাষ্ট্রের বড়ো বড়ো পদে বহালও আছে অনেকেই।

প্রিয় পাঠক, আমি গবেষণা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো রকম গুণ খোঁজে পেলাম না। তাই এই রকম লেখা লিখেছি আজকে। যদি কারো জানা থাকে। কমেন্ট করুন। এবং যেকেউ এ লেখাটি শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নেই।

 

অথই নূরুল আমিন

কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

২৪/৮/ ২০২৪

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি