1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে  হোসেনপুরে আগুনেপুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও কাজি নাহিদ ইভা বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন বিগত আমলে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই-সৈয়দ তাহসিনুল হক চীনা হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নীলফামারীবাসীর পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে একজন বহিষ্কার নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

নান্দাইলে ইজারা ছাড়াই চলছে ১৮টি বাজারের খাজনা আদায়

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার শেয়ার করা হয়েছে।

মোঃ শাহজাহান ফকির বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ১৮টি বাজারের কোন সরকারি ইজারা ডাক ছাড়াই চলছে খাস কালেকশন।

উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে নাম মাত্র টাকা জমা দিয়ে খাস কালেশনে চলছে বাজারগুলোতে। এতে করে একটি অসাধু সিন্ডিকেট ১৮টি বাজার থেকে লাখ লাখ টাকার সুবিধা নিচ্ছে। ফলে বাজারগুলো সরকারি ইজারা ডাক না হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে।

সিন্ডিকেটের পিছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজনসহ কতিপয় ব্যক্তিরা।

জানা গেছে, নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বীরকামটখালী উত্তর বাজার, বীরকামটখালী দক্ষিণ বাজার, শিবপুর বাজার, কালিয়াপাড়া বাজার, কানুরামপুর বাজার, হেমগঞ্জ (ঝালুয়া বাজার), রসুলপুর বাণিজ্য বাজার, ঘোষপালা আমলিতলা বাজার, বাংলা বাজার, মুশুল্লী বাজার, বাকচান্দা বাজার, শিয়ালধরা বাজার, রতন বাজার, উদলার বাজার, পাঁচরুখী বাজার (গরুর হাট সহ), কাদিরাবাদ জনতার বাজার, তারাপাশা কালিয়ান বাজার ও দক্ষিণ জাহাঙ্গীরপুর বাজারটিতে নিয়মিত খাস কালেকশন করা হচ্ছে। বাজারগুলোর বিপরীতে প্রশাসনের কাছে সর্বনিম্ন নামমাত্র ৬০০ টাকা ও সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা দিয়ে খাস কালেকশন করছে অসাধু সিন্ডিকেট চক্ররা

এছাড়াও জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরেও ১৫টি বাজার থেকে খাস কালেকশন করা হয়েছে। এতে প্রশাসনের নিকট সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার ৮৫০ টাকা ও সর্বনিম্ন ৬০০ টাকা জমা দেখানো হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পাঁচরুখী বাজার (গরুর হাট সহ) প্রতি সপ্তাহে ৩৫ থেকে ৫০ হাজার টাকা নিয়মিত কালেকশন হয়ে থাকে। কিন্তু সরকারকে নাম মাত্র টাকা দিয়ে বিপুল পরিমাণ অর্থ লুটে নিচ্ছে বাজার সিন্ডিকেট চক্র। এরকমভাবে প্রতিটি বাজারেই হাজার হাজার টাকা সাপ্তাহিক কালেকশন হলেও অসাধু চক্রটি বাৎসরিক এককালীন নাম মাত্র কিছু টাকা উপজেলা প্রশাসনের নিকট জমা দিয়ে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, প্রতি ইউনিয়নের ভূমি অফিসের নায়েবের মাধ্যমে বাজারগুলোর খাস কালেকশন করা হয়ে থাকে। তবে এখানে যদি কোন অনিয়ম হয়ে থাকে, তাহলে বিষয়টি আমি কথিয়ে দেখবো। একটি বাজারের বাৎসরিক ৬০০ টাকা কালেকশনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তাও খতিয়ে দেখা হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি