ঢাকা, রবিবার, ২৫ আগস্ট,২০২৪: বানভাসিদের মাঝে শিশু খাদ্য, শুকনা খাবার৷ এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে বিএমএসএফ। শনিবার সারাদিন বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী সরাসরি ও স্থানীয় বিএমএসএফের নেতাকর্মী ও সাংবাদিকদের মাধ্যমে এ খাবার পৌঁছে দেওয়া হয়।
বণ্যা কবলিত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার মধ্যে দাগনভূঞা, সেনবাগ, লাকসাম, বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাবার পানি, মোমবাতি, ম্যাচ, চিড়া, মুড়ি, টোস্ট ও শিশুদের জন্য বিস্কুট, কেক, পাউরুটি এবং খাবার স্যালাইন, প্যারাসিটামল, অমিপ্রাজল ট্যাবলেট, মশার কয়েল বিতরণ করা হয়।
এছাড়াও শনিবার রাতে ফেনীর মহিপালে আশ্রয় নেয়া দেড়শ নারী-পুরুষ ও শিশুদের মাঝে পানি, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এদিকে বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে বণ্যায় ক্ষতিগ্রস্ত এ সময় সংগঠনের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, এবারে সর্বকালের আগ্রাসী বণ্যায় ১১ জেলার মানুষের হিসাব ছাড়া ক্ষতি হয়েছে। এতে ঘরের সমস্ত মালামাল ধান চাউল থেকে শুরু করে লাখ লাখ গরু-ছাগল, হাঁস-মুরগি, পশু পাখি মরে গেছে। খাবারের পাশাপাশি পানির চরম সংকট রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দলমত, গোত্র -বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন নয়তো এই ক্ষতি কাটিয়ে উঠতে মানুষের অনেক সময় লেগে যেতে পারে।
টিমের সাথে বিভিন্ন জেলায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, চিত্রনায়ক যুবরাজ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন চাষী, কেন্দ্রীয় নেতা নুরুল হুদা বাবু, বাতেন বাচ্চু, মিরাজ মোস্তাফিজ, আরিফুল মাসুম, আনিস লিমন,শফিউল আলম, ইউসুফ আলি খান, কেন্দ্রীয় নেতা ও নরসিংদী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক রফিকুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মাহবুব খান, নোয়াখালী প্রেস ক্লাবের সম্পাদক আবু নাছের মঞ্জু, বিএমএসএফ নোয়াখালী জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, সেনবাগ শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, খুলনার কয়রা শাখার সভাপতি তারেক লিটু, নওগাঁ জেলা শাখার সদস্য আরাফাত হোসেন হিমেল, বাকেরগঞ্জের নজরুল ইসলাম খান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply