কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইমাম উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
রোববার সকালে উপজেলা ইমাম-উলামা পরিষদ পাকুন্দিয়ার উদ্যোগে পৌর সদর ঈদগাহে মাঠে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে পৌরসদর ঈদগাহে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমাদ জাহাঙ্গীর হোসাইনী।সমাবেশ সঞ্চালনায় করেন মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জী ও মাওলানা সাইফুল্লাহ মুহাম্মদ তারেক।
বক্তব্য দেন- উপজেলা ইমাম উলামা পরিষদের সিনিয়র সভাপতি মাওলানা ইদরিস আলী, সহ-সভাপতি মাওলানা শহীদুল্লাহ, সেক্রেটারি মুফতি যোবাইর আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম মাসুদ ও সাবেক ভিপি যুগ্ন আহ্বায়ক কামাল প্রমুখ।
Leave a Reply