কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকায় আদালতের রায়ে দখলকৃত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।
২ সেপ্টেম্বর সোমবার পাকুন্দিয়ার পৌরসভার সৈয়দগাঁও ব্রাক অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকারের নেতৃত্বে আদালতের রায়ে দীর্ঘপ্রায় ১৫ বছরের অধিক সময়ের মামলার নিষ্পত্তি আদেশে এ উচ্ছেদ অভিযান ও রায় কার্যকর করা হয়।
মামলার বাদী আব্বাস আলীর গং আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ বছর মামলা চলার পর, বিবাদী হাইকোর্টে আপিল করেন, সেখানেও মামলায় পরাজিত হওয়ার পর মহামান্য সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশান দাখিল করেন বিবাদী কানন বালা ও সাহারা খাতুন , সর্বশেষ মহামান্য সুপ্রিমকোর্টও নিন্ম আদালত ও হাইকোর্টের রায় বহাল রাখে এবং উচ্ছেদের আদেশ প্রদান করেন।
মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে ২রা সেপ্টেম্বর আদালতের রায় পাকুন্দিয়া সহকারী কমিশনার ভূমি নোঃ মামুন সরকার , পাকুন্দিয়া থানার পুলিশ ফোর্স উপস্থিত থেকেরায় কার্যকর করেন।
Leave a Reply