💖বিশ্ব সঙ্গীত।🍫
( উৎসর্গ : দেশের বীর ছাত্র সমাজ )
🖍 অথই নূরুল আমিন 📮
বড় হতে চাই, মেধাবী হতে চাই
সুশিক্ষায় শিক্ষিত সবাই হতে চাই
বিশ্বটাই হোক একটা মহাবিদ্যালয়।
আমরা শিশু আমরা নবীন করছি লেখাপড়া
ধরে রাখব এ পৃথিবীর উন্নয়নের ধারা
মেনে নেবো না কভু কোনো পরাজয়।
আমরা সমাজ গড়ার সেবক হবো
নতুন করে সমাজটাকে গড়ে দেবো
এ সমাজের সবাই যেন চির সুখী হয়।
আমরা সবাই রবো সবার সাথে
যত আপদ আর বিপদে
ভালবাসা মানবতা করব বিনিময়।
সকল ভালো কাজের সাথী হবো
বিশ্ব জয়ের যুদ্ধা হবো
বিশ্বটাকে করে সভ্য লোকালয়।
মায়ের মতো আমার দেশটাকে
বিশ্বায়নের লোকে দেখে চমকে
এ পৃথিবীর সেরা যেন আমার দেশটা হয়।
৪/৯/ ২০২৪
Leave a Reply