নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে হেলাল উদ্দীনের ডেইরি ফার্মে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে।
গত সোমবার ( সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঞ্চন পৌরসভার খাপাড়া ৬ নং ওয়ার্ড হেলাল উদ্দীনের ডেইরি ফার্মে এ হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা ফার্মের ঘরের দরজা, জানালাসহ সবকিছু ভাংচুর করে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে।
উল্লেখ্য যে উক্ত ফার্ম থেকে ঈদুল আজহায় কোরবানীর ১২টি গরু বিক্রি করা হয়। জুলাই এর পর দেশজুড়ে রাজনৈতি অস্থিরতার কারনে নতুন করে গরু উঠানো হয়নি।
ফার্মটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ জন লোকের জীবিকা নির্বাহ হতো।
বিভিন্ন সূত্রে জানা যায় স্থানীয় মরহুম আবদুল মজিদর পুত্র রফিকুল ইসলাম সহ অজ্ঞতনামা ৩০-৩৫ জন লোক এই হামলায় অংশ নেয়।
হামলার ঘটনার পর প্রায় ৮,৫০০ বর্গফুটের সেমি পাকা ডেইরি ফার্মটি এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকার মানুষ বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি জানিয়েছে ।
Leave a Reply