জন প্রতিনিধি আইনে বিজয়ী জন প্রতিনিধিরা বিশেষ করে আমাদের দেশের মন্ত্রী এমপিরা খুব হাকঢুল পিটিয়ে শপথ নিতে দেখা যায়। এমনকি মেয়র উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানেরাও শপথ নিয়ে থাকেন। শপথ বলতে আমরা জনগণ যেটা বুঝি সেটা হলো শপথ অনুষ্ঠানে কিছু ব্যক্য পাঠ করতে হয় যা প্রতীজ্ঞা স্বরুপ।
কিন্তু কথা থাকে যে, এরকম শপথ বাক্য পাঠ করার পরেও এই জন প্রতিনিধিরা কোন্ পরানে তারা চাল চোর গম চোর কমিশন বাণিজ্য শুরু করে দেয়। আর পাশে থাকা তোষামোদ কারীরা মারহাবা মারহাবা বলতে থাকে।
আমি বুঝি না। দেশের প্রায় সকল জন প্রতিনিধি চোর। কেউ বেশি কেউ কম। তাহলে এই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করার কি দরকার? না। কোনো দরকার নেই। আর চোর গুলোই শাসন করে সারাদেশের সভ্য ও সুন্দর মনের মানুষ গুলোকে। আর এই চোর গুলোর নামে মামলা হলে কিছু লোক আবার এই চোর লোকগুলোর পক্ষে সাফাই গায়।
ওদের কাজ কর্ম দেখে আমি একজন মানুষ হিসেবে চরম লজ্জিত। এবং আমি চরম ভাবেই ঘৃণা করি তাদের কে যারা শপথ নেয়ার পরেও রাষ্ট্রীয় টাকা চুরি করে। ওরা কঠিন নিলজ্জ। ওদের মত কিছু জন প্রতিনিধির জন্য জন প্রতিনিধি কোর্ট চাই। ওদের অপরাধের বিচার হবে সেই আদালতে। ওদের জন্য আইন থাকবে ভিন্ন। তাহলে যদি কিছু দুর্নীতি কমে আসে।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১৫/ ৯/ ২০২৪
Leave a Reply