1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

পাকুন্দিয়ায় জাঙালিয়া ইউপিচেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার শেয়ার করা হয়েছে।

আবু হানিফ পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক নম্বর জাঙালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্থাব দাখিল করেছেন সদস্যরা। আজ মঙলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ইউপির ১১জন সদস্য উপস্থিত হয়ে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

পাকুন্দিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন অনাস্থা প্রস্তাব পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অসাদচরন, স্বেচ্ছাচারিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে ওই ইউপির একজন সদস্য ছাড়া অন্য সকল অর্থাৎ ১১জন ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা চেয়ারম্যন বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।

উক্ত অনাস্থা প্রস্তাবে ইউপি সদস্যরা দাবি করেন, ইউনিয়ন কমিটির রেজুলেশন ব্যতিত বিধি বহির্ভূতভাবে চেয়ারম্যান বুলবুল আহমেদ নিজ ওয়ার্ডে মোট ৬৫টি বয়স্ক/বিধবা, প্রতিবন্ধী ভাতার উপকারভোগী নির্বাচন করেন। এছাড়া স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১%, ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল, এডিপি, হাট-বাজারের প্রকল্প প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়ন না করা, বিধি বহির্ভূত এককভাবে মোট বরাদ্দের সিংহ ভাগ প্রকল্প এক ও দুই নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন করা, অফিস সময়ে উপস্থিত না থাকায় জনগণের চরম ভোগান্তি এবং ইউপি সদস্য, কর্মচারী ও সাধারণ জনগণের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এজন্য আমরা সকল ইউপি সদস্য চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করলাম।

ঘটনার ব্যাপারে জানতে জাঙালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেন বলেন, জাঙালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছি। বিধি অনুযায়ী তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি