নরসিংদীর শিবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাহিরে অবাধে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ ও ভ্যাকসিন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ফার্মেসিতে বিক্রি হচ্ছে সরকারি ঔষধ ও ভ্যাকসিন।
জানা গেছে, শিবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গেলে অনেকেই পাচ্ছেন না ঔষধ বা টিকা। বলে দেয়া হয় এখন ঔষধ নেই। কিন্তু বাহিরে ফার্মেসি গুলোতে অবাধে বিক্রি হচ্ছে রাণীক্ষেত রোগের সরকারি ভ্যাকসিন। তাও আবার সরকারি মূল্য থেকে দ্বিগুণ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে সাংবাদিক ক্রেতা সেজে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের গেইটের সামনে মেসার্স জিহাদ মেডিসিন কর্ণারে গিয়ে রাণীক্ষেত ( BCRDV ) ভ্যাকসিন কিনতে চাইলে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছে। দামও রাখা হয় সরকারি মূল্য থেকে বেশি।
এ ব্যাপারে বক্তব্য নিতে শিবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সদ্য বিদায়ী কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার বলেন, আমি বদলি হয়ে গেছি। গত ১০ সেপ্টেম্বর ডাঃ আরিফুল ইসলাম’কে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সরকারি ভ্যাকসিন বাহিরে বিক্রি করার কথা না। আমরা মাঝে মধ্যে ফার্মেসিগুলোতে অভিযান দেই। তবে বিষয় টা আমি দেখতেছি।
বক্তব্য নিতে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম’কে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply