কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ডাক বাংলা রোড ১৮ সেপ্টেম্বর বুধবার বিকাল তিন ঘটিকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে, ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে রক্ষাকরা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, ঘুষ দূর্নীতি, চাদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখল, নৈরাজ্য, বৈষম্য ও ভোট চোরদের বিরোদ্বে এবং সংখ্যানুপাতিক ( P,R) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবীতে
এক গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেন পুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আজিজুল হক এ-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ।
এছাড়াও উক্ত সমাবেশে বিশেষ অতিথী হিসাবে আরও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম, হোসেনপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা কারীমুল্লাহ, সহ-সভাপতি মাওলানা জহির হাসান,
ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি প্রভাষক মাওলানা খাদিমুল ইসলাম , ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমাদ,
শ্রমিক আন্দোলনের নেতা মোঃ শরিফুল ইসলাম, যুব আন্দোলনের নেতা হাফেজ মাওলানা নুরুল্লাহ ও জাতীয় উলামা মাশায়েক পরিষদের সভাপতি , মুফতি এনামুল হক হোসেনপুরী সহ আরো অনেকেই ।
এ সময় গণ সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, দেশে আইনের শাসন সুনিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোন বিকল্প নেই,
তাই আসুন সবাই মিলে হাতপাখা মার্কা ভোট দিয়ে দেশে ইসলামিক আইনের শাসন প্রতিষ্ঠা করি।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে গণ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয় ।
Leave a Reply