1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির সভাপতির নেতৃত্বে কৃষকের জমির ধান লুটের অভিযোগ নান্দাইলে ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন  গণপিটুণিতে মাদকসহ ১৫ মামলার আসামী চাক্কু শান্তর মৃত্যু হয়েছে কুমিল্লা মনোহরগঞ্জ সাইকচাইলে বিধবা রহিমা খাতুনকে স্বামীর ভিটে থাকতে বাধা দিয়ে হয়রানী করে প্রতিবেশীরা সু বিচার প্রার্থী হাসপাতালে ক্যান্সার রোগীর সফল অপারেশন সম্পন্ন বৃষ্টি হলেই তলিয়ে যায় পাকা রাস্তা যানবাহন চলাচলে চরম দূর্ভোগ সন্তান ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলেন ‘মা’ পাকুন্দিয়া বজ্রপাতে বিএনপি নেতা নিহত, আহত ২ পাকুন্দিয়ায় পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। 

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার শেয়ার করা হয়েছে।

মোঃ নয়ন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

 

নীলফামারী জেলায় একটি বৈষম্যহীন সাম্যতার সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

গতকাল ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা চাই একটি বৈষম্যহীন সাম্যতার সাথে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। যেখানে মানুষের মতপ্রকাশের অধিকার থাকবে, ভোট দেয়ার অধিকার থাকবে, দ্বিমত প্রকাশ করতে পারবে। এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরী হবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, উত্তরের নীলফামারী জেলার মানুষকে সেবা দিতে এসেছি। সাংবাদিক ও জেলাবাসীর সহযোগীতা পেলে এ জেলার সমস্যা চিহিৃত করে উন্নয়নের ঘাটতিগুলো সহজেই মোকাবেলা সম্ভব হবে। তিনি বলেন। একটা সময় তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। প্রকৃত সংবাদ তুলে ধরবেন এতে প্রশাসনের কাজ করতে সহজ হবে। বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, আতিয়ার রহমান, হাসার রাব্বী প্রধান, ভুবন রায় নিখিল, আনোয়ারুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম,সাধারণ সম্পাদক নূর আলম, রির্পোটার ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ। উল্লেখ্য, মোহাম্মদ নায়িরুজ্জামান গত ১২ সেপ্টেম্বর নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন এর আগে তিনি সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিবের পদে কর্মরত ছিলেন।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি