ওয়েলনেস নিউট্রিশন লিঃ পদ্মার এপার ওপার ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্রের পাড় ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল খেলাটি পদ্মর এপার চার গোল পদ্মের ওপার ২ গোলে খেলাটি শেষ হয়।
খেলাটি পরিচালনায় ছিলেন আরজিনা পারভিন রিতা সি ইউ ওয়েলনেস পরিবার সহ অসংখ্য সমুদ্র পাড় ভ্রমণকারী দর্শকবৃন্দ।
Leave a Reply