1. admin@alokitoshomachar.com : sh@admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে  হোসেনপুরে আগুনেপুড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও কাজি নাহিদ ইভা বরগুনার সূমী মহিলা মাদ্রাসায় গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে আড়াই বছরেও সন্ধান পায়নি আত্মীয় স্বজন বিগত আমলে টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই-সৈয়দ তাহসিনুল হক চীনা হাসপাতাল ডিমলায় স্থাপনের দাবি নীলফামারীবাসীর পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় নকলের দায়ে একজন বহিষ্কার নান্দাইলে মাদক, জুয়া ও ইভটিজিং রোধকল্পে উপজেলা নাগরিক ফোরামের মানববন্ধন

অথই নূরুল আমিনের লেখা বাণী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার শেয়ার করা হয়েছে।

অথই নূরুল আমিনের লেখা বাণী

১. মানুষ আর সমাজ, আত্মীয় আর আপ‍্যায়ন এক সূতায় গাঁথা।

২. অংকের নাম সরল, সরল মানেই কিন্তু সরল নয়।

৩, রবীন্দ্রনাথ এবং নজরুল বিতর্ক বন্ধ করুন। এতে আমাদের মানসিকতার অধঃপতন হচ্ছে।

৪. কোথাও মানুষ নেই, চারপাশে দেখছি দু পায়ের কিছু লোক, সবাই আপন চিন্তায় ব‍্যস্ত। বক্তব্যে যা বলছে সবই মিথ্যা।

৫, গণতন্ত্র দেশের কবিরা মানে লবণ ছাড়া তরকারি।

৬, গণতন্ত্র দেশ মানে প্রতিটা নাগরিক, একজন করে কবি। তাই কোনো গণতন্ত্র দেশে কবিতা ও কবিদের কোনো কদর থাকবে না।

৭, রাজনীতি হচ্ছে গণতন্ত্র দেশের প্রধান অস্ত্র।

৮. ভাই, শয়তান তুই আমার সাথে সাক্ষাৎ কর। দুনিয়ার বাহাদুরি তো তোর কাছে। দেশের সকল সমাজপতিরাই তো তোর সাগরেদ। এবার আমার পালা।

৯. আমার জীবন হচ্ছে মহলভীর চার মুখী নৌকার মত। যেখানে গিয়েছি কিছু আনতে। সেখানে উল্টো দিতে হয়েছে। আর যেখানে গিয়েছি কিছু শিখতে, সেখানে আরো শেখাতে হয়েছে। আমি আছি জোয়ার ভাটার বাঁকে।

১০. শেখ হাসিনা ও তার উপদেষ্টাগণের মাথা নষ্ট হয়ে গেছে। দেশের আশিভাগ কাজ করছে জাতি বিধংসী।

৬/৫/২০২৪

১১. দায়িত্ব নেয়া বড় কথা নয়। দায়িত্ব পালন হোক সঠিক কর্মের মাধ‍্যমে।

১২. যতদিন টাকা আছে, ততদিন আপনার বিপদ নেই। কোনো পরাজয় আপনাকে গ্রাস করতে পারবে না।

১৩. মানুষের জীবনে যারা, এই সমাজে ওজনে জ্ঞানে অর্থে বা সুনামে প্রতিষ্ঠিত হতে চায়। তাদের প্রমমেই বাড়তি কথা বলা কমিয়ে দিতে হবে।

১৪, বিশ্বাস মহা মূল্যবান একটি শব্দের নাম, তাই আপন বিবেচনা থেকে সিদ্ধান্ত নিতে হবে। কাকে বিশ্বাস করা যায়।

১৫. জীবন খুবই ছোট্ট, তাই প্রতিদিনের কাজ প্রতিদিন যতটুকু সম্ভব করে নেয়াই উত্তম।

১৬. ছলনা হচ্ছে অভিশপ্ত একটি কর্মজ্ঞানের নাম। যারা করে তারা একসময় ভূক্তভোগী হয়ে যায়। এবং অনেকেই বিপন্ন পযর্ন্ত হয়।

১৭. ঘুমের স্বপ্ন দেখা আর বাস্তব জীবনে কাজ করে স্বপ্ন পূরণ করা রাতদিন তফাৎ।

১৮. সবসময় পুরানো জিনিস পত্র নিলামেই বিকি হয়। নিলামের আসবাবপত্র কেউ কিনে অন‍্যত্র বিকি করে লাভবান হওয়ার জন‍্য। আর কেউ কিনে অতি যত্ন সহকারে ঘরে রাখার জন‍্য।

১৯. কৃষক সারাজীবন অবলা বা ভূক্তভোগী আর ব‍্যবসায়ীরা যুগে যুগে চালাক হয়ে থাকে।

২০, পরিশ্রম দুধরনের হয়ে থাকে। (এক) দৈহিক পরিশ্রম, যা থেকে ঘাম ঝরে।( দুই) মেধার পরিশ্রম, যা থেকে সাবলম্বি হয়ে থাকে।

২১. স্মৃতি হচ্ছে মানুষের জীবনের আয়না সমতুল‍্য। যেখানে যে অবস্থাতে থাকুক না কেন। অতিতের স্মৃতি তাকে তাড়া করে ফিরবেই। এটা হতে পারে ভালোবাসা, শিক্ষা অর্জন, কর্মকরণ সহ ইত্যাদি হতে পারে।

২২. অধিক সুন্দরী নারীদের মনের খেয়াল আর ব‍্যাংক পদ্ধতি একই নিয়মে চলে। ব‍্যাংক পদ্ধতি হলো যারা লোন চায় অর্থাৎ যাদের দরকার, তারা লোন পায়না। ব‍্যাংকের লোন তারা পায়, যাদের অটল টাকা আছে। তারপর সেই ধনী লোন ধারেরা ঋণখেলাপি হয়ে থাকে।

এদিকে অধিক সুন্দরী নারীদের কে মনে প্রানে যারা ভালোবাসে বা চায়। তারা পায়না। নারীরা লোভে পরে তাদের কাছে ধরা দেয়। যারা কখনও তাদের কে মূল্যায়ন করে না। এই হচ্ছে অধিক সুন্দরী ও ব‍্যাংকের অবস্থা।

২৩. সরল মানুষ ও সৎ মানুষ এক নয়। সরল মানে মেধা কম, সৎ মানে সুন্দর জ্ঞান। যাকে বলে শুভবুদ্ধি।

২৪. পৃথিবীর প্রতিটা পুরুষের থাকে কোনো না কোনো বৈশিষ্ট্য। আর প্রতিটা নারীর থাকে। কোনো না কোনো বিকলাঙ্গ জ্ঞান। যা বাঁকা পথে প্রবাহিতম্ম হতে থাকলে আর রোধ করা যায়না।

২৫. একটা সময় মানুষ গভীর ভালোবাসা ও প্রেম ভুলে থাকতে পারে। তবে কারো কাছে কখনও অবহেলার পাত্র হলে তা কখনও ভোলা যায়না।

২৬. সমাজে প্রায়সময় একটা প্রশ্ন থাকে। নারীরা আসলে কি চায়? নারীরা কিছুই চায়না। তাদের ইচ্ছে খুশিমত যেখানে যতদিন ভালো লাগবে। ততদিন সেখানে থাকবে। আর যখন ভালো লাগবে না। তখন তারা অন‍্যত্র চলে যাবে।

২৭. মানুষের প্রতিভা একটি খনি জাতীয় সম্পদ, সেখান থেকে কোটি কোটি টাকার সাফল্য আসতে পারে। প্রতিভার মূল্যায়ন করুন। দেশ এমনিতেই এগিয়ে যাবে।

২৮. একজনের বিজয়ে যারা হিংসা করে, তারাই অন‍্যজনের পরাজয়ে উল্লাস করে।

২৯. রাজনীতির নামে এক শ্রেণির দালালেরা গোটা জাতির চরিত্র হরণ করেছে। মানুষকে বোকা বানিয়ে দিয়ে ক্ষমতায় এসে বিদেশে টাকা পাচার করছে। এই ধরনের দোষীত রাজনীতি বয়কট করুন।

৩০. স্বাধীনতার তেপ্পান্ন বছরেও আমরা যৌতুক প্রথা বাতিল করতে পারলাম না। আমরা যে মানুষ এটা বলার সাহস কি কারো আছে?

৩১. আমরা মানুষ হবার চেষ্টা করছি না। শুধু টাকা রোজগারের ধান্ধা করছি সবাই।

৩২. প্রত‍্যেক মানুষের সাথে মিলে যায়, যে বাক‍্যটি সেটা হলো ” জীবন নদীর বাঁকে” অথচ এই কথাটির অর্থই বা জানেন কতজন?

৩৩. তুমি নিজেকে কারো সাথে তুলনা করিও না। তাহলে তোমার ব‍্যক্তিত্ব লজ্জিত হবে।

৩৪. বাঙালির জীবনের কথা বলছি। যেখানে বইয়ের চেয়ে জিলাপির কদর বেশি।

৩৫. লোভী মানুষ যতদিন থাকবে। ততদিন পযর্ন্ত বিশৃঙ্খলা থাকবে সমাজে।

৩৬. আপনি একজন মানুষ। এই পরিচয় বহন করলে আপনি কারোই ক্ষতি করতে পারবেন না।

৩৭. আমি ব‍্যক্তি জীবনে কারো মতাদর্শের নই। ভালো কাজের প্রশংসা করি। মন্দের বিরোধীতা করে থাকি। কোনো গুষ্ঠি থেকে স্বার্থ হাসিলের চেষ্টা আমার নেই

৩৮. আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।

৩৯. হায়রে মানব জাতি প্রতিদিন তোমরা ইতিহাস গড়ে যাচ্ছ। তোমাদের জ্ঞান যেন হিমালয়ের চেয়েও বড়।

৪০. মানব ইতিহাসের চার হাজার বছর ধরে মানবতার আকাল চলছে।

৪১. সব মানুষের ভিতরে মানবতার জন্ম হবে না। কারণ মানবতার কোনো প্রজনন নেই। মানবতা হচ্ছে আত্ম শিক্ষা।

৪২. লাভের জন্য যারা ছাগল জবাই করে আমি কখনও তাদের দলের নই।

৪৩. পনেরো আগষ্ট এর পর থেকে ২০২৩ আজ পযর্ন্ত এই বাংলাদেশে দ্বিতীয় বঙ্গবন্ধু কেউ হতে পারেনি। এটা যেমন দুঃখজনক তেমনি লজ্জাজনক।

৪৪. কোটি টাকা মাসিক বেতন দিলেও আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা অন‍্য কোনো পরিচালক পদে চাকরি করব না। এই প্রতিষ্ঠানের কাঠামো এবং নামটি যথার্থ হয়নি।

৪৫, দুর্নীতি দমন কমিশনের নামটি হওয়া উচিৎ ছিল। সুনীতি প্রতিষ্ঠা কমিশন (সুপ্রক) কারণ দুর্নীতি দমন কমিশন (দুদক ) দুর্নীতি দমন করছে না বা করার ক্ষমতাও তাদের নেই। তাহলে শুধু শুধু দর্গন্ধ নামটি থাকবে কেন?

৪৬. সতেরো টন দুধ এক পলকে নষ্ট হয়ে যায়, সেই গাভীর একফোটা চুনায়। দশ লাখ রোহিঙ্গা এই বাঙালি জাতিকে নষ্ট করতে কয় পলক সময় লাগবে সবার কাছে প্রশ্ন?

৪৭, আমি সবচেয়ে অপছন্দ করি তোষামোদ কারী পুরুষ বা মহিলাদের কে।

৪৮. বাংলাদেশে আগত রোহিঙ্গাদের কর্ম জ্ঞান আচরণ তাদের আদর্শ কোনোটাই আমার পছন্দ নয়। যারা ওদেরকে চিড়িয়াখানার বানর মনে করে কলা রুটির ব‍্যবস্থা করেছে তাদেরকে ও আমার পছন্দ নয়।

৪৯. ইতিহাস যত বড়ই হোক তার কাছে অচল যে ব‍্যক্তি সেই ইতিহাস পড়েনি। এবং কারো কাছে শুনেনি। এবং সে নিজে অন‍্য কারো কাছে বলেনি।

৫০. নেশাখোর পুরুষ আর ছলনাময়ী নারী। উভয়েই সমাজের জন্য ভয়ংকর। ওদের জন্য ভালো মানুষ গুলো একসময় বিপদগামী হয়ে যায়।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি