কিশোরগঞ্জ সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান হলেন মো: ফারুক মিয়া।
গতকাল প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দীন জরুরি সভার আহ্বান করেন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার জন্য।
আজ সোমবার(৩০শে সেপ্টেম্বর) সকাল ১১•০০ টায় সর্বসম্মতিক্রমে মো: ফারুক মিয়াকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ যে, প্রশাসনিক কর্মকর্তার জরুরী বার্তা মারফত জানা যায়, অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জহিরুল ইসল জুয়েল গত ২৭শে সেপ্টেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
চেয়ারম্যান অনুপস্থিতির দরুন ইউনিয়ন পরিষদের সার্বিক কাজকর্মে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে এবং সাধারণ জনগণের বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা নং-৩৩ উপধারা নং-০২ মোতাবেক অনুপস্থিতি বা অসুস্থতা হেতু বা অন্য যে কোন কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হইলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চেয়ারম্যানের প্যানেল হইতে অগ্রাধিকারক্রমে একজন সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন।
ইউপি পরিষদ আইন মোতাবেক প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনে সার্বিক সহযোগীতা করার জন্য মোঃ ফারুক মিয়াকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
Leave a Reply