কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে একটি মৎস্য আড়ৎ চলছে স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগ নেতার যৌথ ভাগ ভাটোয়ারাতে। জানা যায়, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আজিজুল হক রানার ছোট ভাই জাকির হোসেন দীর্ঘ ছয় বছর ধরে মৎস্য আড়ৎটি এককভাবে পরিচালনা করে আসছিলেন। এটির নাম ছিলো গ্রাম বাংলা মৎস্য আড়ৎ।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার সাথে সাথেই নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবু তাহের তার লোকজন দিয়ে আড়ৎটি দখলে নেয়। এরপর জাকির ও আবু তাহেরের মধ্যে গোপন সমঝোতা হয়। আবু তাহের নিজস্ব লোকদের দিয়ে বর্তমানে মৎস্য আড়ৎটি পরিচালনা করছেন বলে নিশ্চিত করে স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে ও স্থানীয় নেতারা। এটির বর্তমান নাম মরহুম তাহু চেয়ারম্যান মৎস্য আড়ৎ। বর্তমানে এই আড়ৎটি পরিচালিত হচ্ছে আওয়ামীলীগ নেতা জাকির, গুরুই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও গুরুই ইউনিয়ন যুবদলের সদস্য আকাশের প্রতিনিধিদের মাধ্যমে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জেলে ও মৎস্যব্যবসায়ীরা জানান, এই আড়ৎটি জাকির পরিচালনা করতো। বর্তমানে এটি বিএনপি নেতা আবু তাহের ও আকাশ দখলে নিয়েছে। এখন এদের মধ্যে সমঝোতা হয়েছে।
আওয়ামীলীগ নেতা জাকির বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই তার আড়ৎটি আবু তাহের ও আকাশের নেতৃত্বে দখলে নেওয়া হয়।
এ বিষয়ে আবু তাহেরের সাথে কথা বললে তিনি সমঝোতার ভিত্তিতে ব্যবসা করছেন এ কথাটি অস্বীকার করেন। তিনি নিজেই নতুন করে কাগজপত্র তৈরি করে আড়ৎটি পরিচালনা করছেন বলে এ প্রতিবেদককে জানান।
সম্প্রতি বাজিতপুর উপজেলার বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের গাড়ী ভাংচুরের অভিযোগে একটি মামলা হয়। এই মামলায় আওয়ামীলীগ নেতা জাকির ও তার বড় ভাই আজিজুল হক রানাকে আসামী করা হয়েছে। আর এই মামলার সাক্ষী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের ও আকাশ।
বিএনপি নেতার গাড়ী ভাংচুরের মামলার আসামীর সাথে সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের ভাগভাটোয়ার ব্যবসা করা নিয়ে বিব্রত স্থানীয় বিএনপির সমর্থকরা।
আবু তাহেরের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
এ বিষয়টি জানতে চাইলে নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম মিঠু বলেন, আমরা বিষয়টি যথাযথ তদন্ত করে গঠনাটি সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আওয়ামীলীগের লোকজনের সাথে বিএনপির নেতাদের সমঝোতার ভিত্তিতে অনিয়মের কোনো সুযোগ নেই। নিকলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলিম তালুকদারও সঠিক তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।
Leave a Reply