বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডাংরি পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া বাজারে অভিযুক্ত প্রধান শিক্ষককে চাকুরী থেকে অপসারণ ও শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ভূইয়া ( হিমেল) ,এলাকাবাসী ফখরুল ইসলাম শরীফ, ফজলুর রহমান,পল্টু মিয়া,নুরে আলম,হারুন মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন খারাপ লোকের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোব্ধ জনতা ওই শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তি মোঃ হিরা মিয়া। বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বিধি বহির্ভূতভাবে সরকারি চাকরি করেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তিনি উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের গাছ বিক্রি,স্থানীয় ইউনিয়ন পরিষদের সরঞ্জাম আত্মসাৎ এবং ইজিপিপি কর্মসূচি লেবারের টাকা নিজের বিভিন্ন ফোনে সিম দিয়ে আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে ডাংরী গ্রামের মৃত হাসেন আলীর পুত্র মফিজ উদ্দিন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলেন নিকট প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, অভিযুক্ত শিক্ষক এর বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।
Leave a Reply