কিশোরগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চলের বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পরপরই শুরু হয়েছে স্থানীয় কৃষকদের মৌসুমী সবজি ফসলের আবাদ। শীতকালীন সবজি ফসলের চড়া দামে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবারের কৃষকরা।
কিশোরগঞ্জের নিকলী, বাজিতপুর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনসহ আশেপাশের হাওর এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা শীতকালীন সবজি আবাদের লক্ষ্যে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে হাওরগুলোতে মৌসুমী শীতকালীন বেগুন, টমেটো, বিভিন্ন ধরনের মরিচ, ধরিয়া, পেঁয়াজ, মুলা, বাঁধাকপি, ফুলকপি, গাজর, একাধিক জাতের আলু, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রকারের লাউ, শিম, কড়লা, টেড়স, ঝিঝিঙ্গা, পটল, নানান ধরণের ডাটা, বিভিন্ন রকমের শষা ওক্ষিরা। এছাড়াও বেশ কিছু রবিশস্যের মধ্যে একাধিক জাতের সরিষার আবাদে ব্যস্ত থাকার দৃশ্য হাওর অঞ্চলজুড়ে।
উপজেলার বিভিন্ন হাওরের কৃষকদের সাথে কথার পাশাপাশি নিবিড়ভাবে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পরপরই নামা এলাকার কৃষকরা অধিক পরিমাণে ব্যস্ত হয়ে পড়েন শীতকালীন সবজি ফসল আবাদে। এদের মধ্যে নিকলীর বিভিন্ন হাওরের বেগুন ও ক্ষিরার সুনাম দেশব্যাপী। যে কারণে এই সময়ে অধিক পরিমাণে ব্যস্ত এই ধরনের ফসলের আবাদে।
এছাড়াও নিকলী, বাজিতপুর ও সংলগ্ন উপজেলার তুলনামূলক উজান এলাকা ঘুরে দেখা মিলে আমন ধানের বাম্পার ফলনের ফলে স্থানীয় কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। আমান ধান কাটার পরবর্তী পর্যায়ে বেশ কিছু এলাকায় চড়া দামের আশায় শীতকালীন সবজির আবাদ ব্যাপকভাবে শুরু করে দিয়েছে।
হাওর অঞ্চলে উৎপাদিত এ সকল শীতকালীন সবজি স্থানীয় খাদ্য চাহিদা পুরণের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যের ঘাটতি পুরণের চাহিদা মিটিয়ে আসছে দীর্ঘদিন থেকেই। কৃষকরা একদিকে যেমন নিজেদের খাদ্য ঘাটতি পূরণ করে থাকে অপরদিকে ন্যায্যমূল্য পেলে অর্থনৈতিকভাবেও লাভবান হয়ে থাকে বলে জানান এখানকার কৃষকরা।
বাজিতপুর উপজেলার গাজিরচরের সাফি মিয়া, দিলালপুর শশের দিঘীর হারুন মিয়াসহ অসংখ্য কৃষকের দেয়া তথ্যমতে, বর্ষা পরবতী এই মৌসুমে পানি শুকিয়ে যাওয়ার পরপরই ধান এবং পাশাপাশি শীতকালীন সবজি আবাদ করে লাভবান কৃষকরা।
তাই এই সময়ে তারা ব্যস্ত সময় পার করেন শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল ফলানোর উদ্দেশ্যে।
নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের জোয়ান শাহী হাওরের কৃষক সালাম মিয়া, জারইতলার আমির উদ্দিন ধনু মিয়াসহ অসংখ্য কৃষকদের ভাষ্য, শীতকালীন সবজি চাষে বাজার মূল্য ভালো পেলে তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হয়ে থাকে। তাই তারা শীতকালীন সবজি ফসলে অধিক ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানান
Leave a Reply