কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে চৌয়ারা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- চৌয়ারা উলুরচর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওলাদ ওরফে ল্যাংরা আওলাদ (৩২), একই গ্রামের সোলাইমানের ছেলে ইউসুফ (২২) ও আলী আক্কাসের ছেলে কবির হোসেন (৩০)।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে শনিবার ভোর রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, চৌয়ারা গরু বাজার পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ একটি সিলভার কালার প্রাইভেটকার নিয়ে জড়ো হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই গ্রুপটি এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ডাকাতি করতেন।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply